ঘন কুয়াশার জন্য শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ
হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রচন্ড কুয়াশার জন্য সকল রকমের ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। আটকা পড়েন প্রায় কয়েক হাজার যাত্রী। ভোররাত হতে দুই-তিন ঘন্টা অপেক্ষা করেও উড্ডয়নের কোনো প্রকার অনুমতি পাওয়া যাচ্ছে না।
কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার জন্য রানওয়েতে দৃশ্যমান মাত্রা শূন্যে নেমেছে। বেশ কয়েকদিনের কুয়াশা পরিস্থিতির জন্য ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম— আইএলএস ক্যাটাগরি দুই হতে এক এ নেমে এসেছে শাহজালাল বিমানবন্দরে।
এই সময়, গত কয়েকদিন আন্তর্জাতিক বেশ কয়েকটি ফ্লাইট কলকাতা চট্টগ্রাম ও সিলেটে অবতরন হতে বাধ্য হয়েছে। আইএলএস ক্যাটাগরি উন্নতি না করতে পারলে বৈরী পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের আরো ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
স্বাধীনতার বার্তা / মেবি
