সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঘন কুয়াশার কারণে নৌ-দূর্ঘটনা এড়ানোর জন্য দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ আছে ফেরি চলাচল। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৬টা হতে বন্ধ আছে ফেরি চলাচল।

এর পূর্বে, মধ্য রাতের পর হইত পদ্মা নদীর অববাহিকাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ার ফলে দূর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফেরি চলাচল।

এইদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে তীব্র শীতে দুর্ভোগে পড়ছেন নদীপাড় হইতে আসা যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহাম্মদ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে দূর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট হতে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর