আসছে শিক্ষার্থীদের জন্য জেমিনি প্রো ব্যবহারের দারুন সুযোগ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি প্রো’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ। নতুন এই সুবিধা চালুর কারণে জেমিনি প্রো কাজে লাগিয়ে গবেষণা, কোডিং, সৃজনশীল কাজ দ্রুত করার পাশাপাশি জটিল সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের শিক্ষাজীবন আরো গতিশীল করতে পারবেন বাংলাদেশের সকল শিক্ষার্থী।
জেমিনি প্রো হলো গুগলের তৈরিকৃত সবচেয়ে শক্তিশালী এআই মডেলের মাঝে একটি। মডেলটি দ্রুত ও নির্ভুল তথ্য জানানোর পাশাপাশি কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান ও জটিল ধারণাগুলোকেও সহজ ভাষায় ব্যাখ্যা করতে সাহায্য করে। যার ফলে জেমিনি প্রো ব্যবহার করে অতি সহজেই নির্দিষ্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনাসহ কুইজ ও বিভিন্ন বিষয়বস্তুর খসড়া তৈরি করা যায়।
গুগল জেমিনি প্রো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের এআইনির্ভর দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন বলে ধারণা।
গুগলের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে জেমিনি প্রো ব্যবহারের এই দারুন সুযোগটি পাবেন।
বিনা মূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়া অফিশিয়াল ই–মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে ও জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করতে হবে। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছর জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ বিভিন্ন টুলসের পাশাপাশি অনলাইনে বিনা মূল্যে ২ টেরাবাইট ধারণক্ষমতা পাবেন বলে জানা যায়। এছাড়াও ভিও ৩ মডেল ব্যবহার করে যেকোনো ছবিকে সহজে ভিডিওতে পরিণত করতে পারবেন। এই সুযোগ উপভোগ করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই আগামী ৯ ডিসেম্বরের মাঝে নিবন্ধন করতে হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
