গাজীপুরে ডাকাতি ৯ ভরি স্বর্ণ লুট
গাজীপুর নগরের পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক ভয়ানক ডাকাতির ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত আড়াইটায় এই ডাকাতির ঘটনা ঘটে। সোবহান মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
কক্সবাজার হতে বুধবার রাতে পশ্চিম ধীরাশ্রম এলাকার বাড়িতে ফেরেন সোবহান। তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বাড়ির মেইন গেট ও ঘরের দরজা খোলা রেখে তিনি খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল ওই বাড়িতে ঢুকে সোবহান মিয়াকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। তারপর তারা আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণ এবং প্রায় ১ লাখ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। পরে ঘরের বাইরে তালা দিয়ে সোবহানকে রেখে ডাকাত দল পালিয়ে যায়। গভীর রাতে সোবহানের চিৎকার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে যান এবং সেখানে ডাকাতি হয়েছে দেখা মাত্রই জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তাদের একটি ভ্রাম্যমাণ দল ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।