সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়ন করেছেন। এই চুক্তির ফলে আর্জেন্টাইন মহাতারকা ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠে নামবেন। শুক্রবার (আজ) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইন্টার মায়ামি এই রোমাঞ্চকর খবরটি প্রকাশ করেছে।

ক্লাবের পক্ষ থেকে তাদের অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মায়ামির নির্মাণাধীন অত্যাধুনিক স্টেডিয়াম 'ফ্রিডম পার্কে' বসে মেসি নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘হি ইজ হোম’—অর্থাৎ, 'সে ঘরে ফিরেছে'।

আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি তার চুক্তি বৃদ্ধি নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, "এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পেরে এবং এই সুদূরপ্রসারী প্রকল্পের অংশ হিসেবে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হলো।" তিনি আরও যোগ করেন, "মায়ামিতে আসার পর থেকে আমি যে আনন্দ পেয়েছি, তা অপরিসীম; তাই এখানে নিজের খেলা চালিয়ে যেতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।"

ইন্টার মায়ামির অন্যতম সহ-স্বত্বাধিকারী ও ইংল্যান্ডের সাবেক ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম মেসির প্রতি আস্থা রেখে মন্তব্য করেন, "মেসি এখনো আগের মতোই দৃঢ় প্রতিজ্ঞ এবং তার মধ্যে জয়ের ক্ষুধা এতটুকু কমেনি। ক্লাবের মালিক হিসেবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের, যিনি খেলাটিকে এতোটা মন থেকে ভালোবাসেন এবং এই দেশে ফুটবলের জন্য এতো অবদান রেখেছেন। তিনি তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক অফুরন্ত প্রেরণা।"

২০২৩ সালের জুলাই মাসে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। তার পূর্বের চুক্তিটি ২০২৫ এমএলএস মৌসুমের শেষে শেষ হওয়ার কথা ছিল। এই নতুন চুক্তির কারণে এটি প্রায় নিশ্চিত যে, ফুটবলপ্রেমীরা ২০২৬ সালের বিশ্বকাপেও মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাবেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর