ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব: এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি তা দীর্ঘায়িত হয়, তখন প্রভাব পড়তে পারে, তবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে কিছুটা দাম বাড়লেও যেসব জায়গায় আমরা অর্ডার দিয়েছি, সেখানে এখনো প্রভাব পড়েনি। গ্যাস ও এলএনজির দামের দিকেও নজর রাখা হচ্ছে। আজকের বৈঠকে যে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, তা পুরোনো দরেই কোড করা হয়েছে। সেক্ষেত্রে আপাতত বড় ধরনের ঝুঁকি নেই।
ভবিষ্যতের জন্য কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না জানতে চাইলে উপদেষ্টা জানান, জ্বালানি মন্ত্রণালয় সেদিকে নজর দিচ্ছে। কারণ, শুধু জ্বালানি নয়, সার ও জাহাজ চলাচলের দিকেও যুদ্ধের প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী দিয়ে যে সব জাহাজ আসে, সেখানে সমস্যা হলে তা আমাদের ওপরও চাপ তৈরি করবে।
তিনি আরও বলেন, আজকের বৈঠকে যেসব আমদানির অনুমোদন দেওয়া হয়েছে তা পুরোনো দরেই করা হয়েছে। ভবিষ্যতে নতুন চুক্তির ক্ষেত্রে দাম বাড়ার প্রভাব দেখা যেতে পারে।
বাণিজ্য খাতে এখনো কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলেও উপদেষ্টা জানান।