সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আগামী ডিসেম্বর মাসে ফেণী সাহিত্য ফোরামের উদ্যোগে বইমেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেণী সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক মুফতী কাজী সিকান্দার স্বাধীনতার বার্তাকে জানান, ইনশাআল্লাহ ডিসেম্বরে ফেনীর প্রাণকেন্দ্র শহিদ মিনার চত্বরে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ৬ অক্টোবর ২০২৫ সোমবার মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে ফেনীর ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল ফেনীর জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক আলেমদের উদ্যোগে এমন আয়োজনের কথা শোনে নিজের সন্তোষ প্রকাশ করেন। অনুমতি প্রদান করে বলেন, আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

আলেম প্রতিনিধি হিসেবে বহরে যুক্ত ছিলেন, মাওলানা একরাম ভূঞা, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা ইয়াসীন, মাওলানা আজিজুল্লাহ আহমদী, মাওলানা জাহেদ প্রমুখ।

ফেনী বইমেলা কর্তৃপক্ষ স্বাধীনতার বার্তাকে জানায়, সারা দেশের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণ থাকবে এতে। প্রায় ৫০টির মতো স্টল হবে। থাকবে লেখক কর্নার, মোড়ক উন্মোচন মঞ্চ, মহিলা কর্নার ও ৭১ থেকে ৩৬ জুলাই কর্নার। মেলা অনুষ্ঠিত হবে ফেনীর প্রাণ কেন্দ্র শহিদ মিনার চত্বরে।

ফেনী বইমেলা ও ফেনী সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকন্দার স্বাধীনতার বার্তাকে বলেন- ফেনী সাহিত্য ফোরাম এর অগ্রযাত্রা শুরু হয় এ বছরই, আলহামদুলিল্লাহ এ বছরই ফেনীতে পরপর দুটি সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা করে ফেনী সাহিত্য ফোরাম। ফেনী সাহিত্য ফোরামের বাৎসরিক একটি আয়োজন ফেনীতে প্রতি বছর একটি বই মেলা করা। সেই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ঢাকার প্রকাশকদের সাথে পরামর্শ করা হয়েছে। তারা ফেনীর বইমেলায় অংশগ্রহণ করবেন। প্রতিদিন বিকালে থাকবে সাহিত্য সভা, কবিতা আবৃত্তি ও গজল-কাওয়ালী সন্ধ্যা। এ আয়োজনে ফেনীর পাঠক, লেখক, প্রকাশক, ছাত্র/ছত্রী , শিক্ষক, সব শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বানকরা হচ্ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর