সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফেনী সাহিত্য ফোরাম কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে ফেনীতে ৫ দিনব্যাপী ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য বইমেলা সফল করার আহ্বান জানিয়েছে।

আজ ১২ অক্টোবর ২০২৫ রোববার বিকালে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ফেনী সাহিত্য ফোরাম কর্তৃপক্ষ এ আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর ২০২৫ ইং থেকে ৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজী ৫ দিনব্যাপী ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ফেনী বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফেনী সাহিত্য ফোরামের আহবায়ক কাজী সেকান্দর। এসময় উপস্থিত ছিলেন, ফেনী সাহিত্য ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক, সদস্য মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, নুর মোহাম্মদ বিন গাজী, ইয়াছিন ও জিয়াউর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্য আয়োজকরা জানান, ইতিমধ্যে জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করে ফেনী বইমেলার অনুমোদন নেওয়া হয়েছে। এখন চলছে প্রস্তুতি। তারা আরও বলেন, ফেনী সাহিত্য ফোরাম মননশীল বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাহিত্য, সংষ্কৃতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যুব সমাজ ও সকল শ্রেণিকে বইমুখী করার পাশাপাশি বই পাঠের বিস্তৃত পরিসরের আবহ তৈরি করা। যার মাধ্যমে সমাজ ও দেশকে চিন্তা-চেতনা ও বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে নেয়া। ভাষা ও সাহিত্যের প্রসার ও বিশুদ্ধ জাতি গঠন করা। এ অবক্ষয়ের যুগে অবক্ষয় ও ক্ষহিষ্ণু মুখী জাতিকে মানুষের সঠিক বন্ধু বইর দিকে ফিরিয়ে নেয়ার প্রচেষ্টা। আমরা যখন বই থেকে দূরে সরে গেছি আমাদের দিকে ধেয়ে এসেছে অবক্ষয়ের প্রলয়। এই জাতি ঘুরে দাঁড়াতে চাইলে অমাদের আবার ফিরে যেতে হবে বইয়ের কাছে। ফেনী অঞ্চলের সর্বসাধারণের সাথে বইয়ের সেতুবন্ধন ও পরিচিতি করে দেয়ার লক্ষ্যে বই পড়ে জাগ্রত হোক বোধ অবক্ষয় হোক রোধ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ফেনী সাহিত্য ফোরাম, আয়োজন করেছে, ফেনী বইমেলা। ফেনীবাসীসহ সবার সহযোগিতা নিয়ে প্রতি বছর এ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

ফেনী বইমেলায় প্রায় ৩০টি স্টল থাকবে। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বই মেলায় অংশগ্রহণ করবে। ঢাকাসহ সারা দেশ থেকে যে কোন সৃজনশীল প্রকাশনী অংশ গ্রহণ করতে পারবে। তবে রাষ্ট্র ও ধর্ম বিরোধী কোন বই বা এমন কোন বইর প্রকাশক মেলায় অংশ গ্রহণ করতে পারবে না। মেলায় একটি স্টেজ থাকবে, যাতে প্রতিদিন বিকালে সাহিত্য সভা, কবিতা আবৃতি, আলোচনা সভা সাথে সন্ধ্যায় থাকবে সংস্কৃতি অনুষ্ঠান, সংগীত ও কাওয়ালী সন্ধ্যা।

থাকবে মহিলা কর্ণার যেখানে মহিলাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা থাকবে। লেখক কর্ণার যেখানে লেখকরা পাঠকদের সাথে আড্ডা, গল্প করবেন, সাক্ষাৎকার ও অটোগ্রাফ দেবেন। আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্টল বরাদ্দ। এ সময় সীমার মধ্যে প্রকাশকের নাম, ঠিকানা ও প্রকাশকের সত্ত্বাধীকারীর নাম, ঠিকানা, ছবি এবং বিক্রয় প্রতিনিধির নামা, ঠিকানা ও ছবি আমাদের ঠিকানায় বা নির্দিষ্ট এ হোয়াটসঅ্যাপ ০১৮১৩৭১০৬৩৮ নাম্বারে পাঠাতে হবে। অথবা এ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

স্বাধীনতার বার্তা/মাকা

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর