শাসনের উদ্দেশ্যে ভিডিও ধারণ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ফেনীর পিতা
ফেনী, বাংলাদেশ গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে বিবৃতি দিয়েছেন ফেনীর বাসিন্দা সবুজ। গতকাল এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি আসলে দুই বছর আগের ধারণকৃত, যা তার মেয়েকে শাসনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই মেয়ে বিয়ে করেছেন এবং তাদের এক বছরের একটি সন্তান রয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলে সবুজ জানান,
ভাইরাল ভিডিওটির ঘটনা ২০২২ সালের। তখন পরিবারিক কিছু অশান্তির প্রেক্ষাপটে মেয়েকে শাসন করতে গিয়ে ওই দৃশ্য ধারণ করি। কিন্তু এটিকে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিকৃত করে সম্প্রতি শেয়ার করেছেন, যা আমাদের পারিবারিক সম্পর্কের ক্ষতি করতে চায়।
তিনি আরও উল্লেখ করেন, ভিডিওটি এখন পুনরায় ছড়ানো হয়েছে মূলত তার ব্যক্তিগত শত্রুতা ও সমাজে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে।
সবুজের দাবি, ভিডিওটিতে তার মেয়েকে 'ত্যাজ্য' করার মতো উক্তি থাকলেও বাস্তবে এটি কখনও কার্যকর হয়নি। বরং সময়ের ব্যবধানে সম্পর্ক উন্নত হয়েছে এবং মেয়ের বিয়ে দিয়ে তাকে সংসারধর্মে বসিয়েছেন তিনি। ভিডিওটি নিয়ে সমাজে নেতিবাচক আলোচনা ও পরিবারের সদস্যদের মানসিক বিপর্যয়ের কথা উল্লেখ করে সবুজ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "যারা এই ভিডিও পুনরায় ছড়িয়ে পরিবারটিকে হেয়প্রতিপন্ন করতে চেয়েছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। তবে সবুজের ব্যাখ্যা ও বর্তমান পরিস্থিতির তথ্য প্রকাশের পর অনেক ব্যবহারকারীই বিষয়টিকে নতুনভাবে বিশ্লেষণ করছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বিষয়টি তদন্তে এগিয়ে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই ঘটনায় সামাজিক মাধ্যমের অপব্যবহার ও ব্যক্তিগত ভিডিওর অপপ্রয়োগ রোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উঠে এসেছে। পরিবারিক বিরোধের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে ব্যবহারকারীদের মধ্যে।