সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ ও সড়ক নিরাপত্তা আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। সম্প্রতি তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে, পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকরা ইতোমধ্যে একটি অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। টিউমারের একটি অংশ অপসারণ করা সম্ভব হয়েছে এবং এখন তাঁর ওপর চলছে পরবর্তী ধাপের চিকিৎসা—রেডিয়েশন ও টার্গেট থেরাপি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন বলে জানা গেছে।ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শিল্পী সমাজে নেমে আসে দুঃশ্চিন্তার ছায়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, মৌসুমী, ফেরদৌসসহ চলচ্চিত্রের বহু তারকা। তাঁরা সবার কাছে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

অভিনেতার মেয়ে লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন,

“বাবা এখনো চিকিৎসাধীন আছেন। সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।”বাংলাদেশের চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা এই বরেণ্য অভিনেতা শুধু পর্দায় নয়, সড়ক নিরাপত্তা আন্দোলনের ক্ষেত্রেও এক অনন্য নাম। শিল্পী সমাজ, সহকর্মী এবং ভক্তরা আশা করছেন—ইলিয়াস কাঞ্চন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সক্রিয়ভাবে ফিরবেন তাঁর প্রিয় অঙ্গনে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর