নাওগাঁয় ট্রাক-ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত, ৪ জন আহত
নাওগাঁয় মান্ডা উপজেলায় গত রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি নাওগা-রাজশাহী হাইওয়ের মিলন ইটের ভাটার কাছে ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকটি বিরুদ্ধমুখী যানবাহনের সাথে ধাক্কা লাগে; ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় Yamin Ali (২০) এবং Tuhin (২০) হিসেবে জানিয়েছে পুলিশ; তাদের বাড়ি একই উপজেলার গণেশপুর গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওই সড়কে রাতের প্রায়সময় ট্রাফিক ধীরগতির হলেও হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষে বহুক্ষণ যানচলাচল বিপর্যস্ত হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন, হাইওয়ে এলাকায় আলো-চিহ্ন ও স্পিডব্রেকারের অভাবের কারণে আগে থেকেই দু’টো ঘটনায় ঝুঁকি পরেছে এলাকার পথচারীরা।
