সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নাওগাঁয় মান্ডা উপজেলায় গত রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি নাওগা-রাজশাহী হাইওয়ের মিলন ইটের ভাটার কাছে ঘটে।

‎পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকটি বিরুদ্ধমুখী যানবাহনের সাথে ধাক্কা লাগে; ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় Yamin Ali (২০) এবং Tuhin (২০) হিসেবে জানিয়েছে পুলিশ; তাদের বাড়ি একই উপজেলার গণেশপুর গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

‎ওই সড়কে রাতের প্রায়সময় ট্রাফিক ধীরগতির হলেও হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষে বহুক্ষণ যানচলাচল বিপর্যস্ত হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন, হাইওয়ে এলাকায় আলো-চিহ্ন ও স্পিডব্রেকারের অভাবের কারণে আগে থেকেই দু’টো ঘটনায় ঝুঁকি পরেছে এলাকার পথচারীরা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর