সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর উত্তরা এলাকায় মিছিলে অংশ নিয়ে খেলনা রাইফেল প্রদর্শনের অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) কে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা গত শুক্রবার (২৪ অক্টোবর) তাকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুরে কয়েকজন মিছিলে খেলনা রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মুজাহিদুলকে শনাক্ত করা হয়।

দুপুর ৪টা ৩০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে ডামি রাইফেলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর