সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বাংলাদেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ।

জানা যায় বাংলাদেশ প্রায় ৫ বছর পূর্বে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্ত সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের ফলে এটি একটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ‘ফিলিস্তিনের সাথে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক পূর্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম ও আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি।’ বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখার কারণে প্রতিশ্রুতিবদ্ধ ও অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর