ঢাকার বাতাসের মানের উন্নতি
রাজধানী ঢাকার বাতাসের মান আগের থেকে বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৪তম। এইদিন শহরটির একিউআই স্কোর ছিল ৭৪, যা সহনীয় মানদণ্ডের অন্তর্ভুক্ত।
স্থানীয় সময় রবিবার ৮টা ৫৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুসারে এ তথ্য জানা গেছে।
সূচক অনুসারে, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভিয়োতনামের হ্যানয়।
১৫১ হতে ২০০ এর মাঝে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ হতে ৩০০ এর মাঝে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর অধিক হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।