সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল বেলা এই দুর্ঘটনা ঘটেছে। যার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ আছে। 

রেলওয়ে সূত্র জানায়, অন্তত ২০ ফুট রেললাইন খুলে ফেলার জন্য ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কিন্তু এই ঘটনাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত আছে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল উদ্ধারের কাজ করছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলমান আছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে। যার জন্য ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর