সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঢাকার প্রধান সড়কে আর কোনও রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “রিকশাগুলো শুধু অভ্যন্তরীণ সড়কে চলবে। প্রধান সড়কে যানজট ও দুর্ঘটনা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদ গেট এলাকায় এক অভিযানের সময় এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান।

“২০ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারিচালিত রিকশা দায়ী,” উল্লেখ করে তিনি বলেন, “এসব যানবাহন কোনও নিরাপত্তা নীতিমালা ছাড়াই তৈরি হচ্ছে। তাই এগুলোর চার্জিং পয়েন্ট ও ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হবে। এ কাজে ডেসকো সহযোগিতা করবে।”

ডিএনসিসি প্রশাসক আরও জানান, বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা তৈরি করা হয়েছে। কিছু কোম্পানিকে এসব রিকশা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। বৈধ রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এ মাসেই। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ চালকদের লাইসেন্স দেওয়া হবে এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা চালাতে পারবেন। তবে, এক এলাকার রিকশা অন্য এলাকায় চালানো যাবে না।

এ সময় তিনি আরও বলেন, “একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে মাত্র একটি রিকশার লাইসেন্স ইস্যু করা হবে। রিকশা বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম এবং ডিএমপি ও ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর