সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

উচ্চমাধ্যমিকে পাঠদান চলমান রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশংকা করছেন, যার ফলে ঢাকা কলেজে তাদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চ মাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয় চলমান থাকে সে জন্য সরকারের নিকট সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তারা।

রবিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। যার ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পুলিশ দফায় দফায় তাদের সাথে কথা বলে সড়ক হতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষক ও পুলিশ সকলে মিলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীদের দাবিদাওয়া সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষক ও পুলিশ সদস্যরা।

কিন্ত শিক্ষার্থীরা অনড়, তারা এখনো সড়ক হতে সরেননি। তারা বলছেন, ‘ঢাকা কলেজ হলো একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে উচ্চমাধ্যমিক শুরু হতেই ছিল, এখন সাত কলেজ সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম ও লেখাপড়ার কারণে উচ্চমাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা কর্তৃপক্ষের নিকট দাবি জানাতে আজকের এই কর্মসূচি পালন করছি।’

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেছেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর