সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

চট্টগ্রামসহ দেশের আরও তিনটি জেলায় নতুন জেলা প্রশাসক দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আজ রবিবার ২১ই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বার্তা প্রেরণ করা হয়েছে।

নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালকে চট্টগ্রাম ডিসি হিসাবে বদলি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী ডিসি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁ জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপসচিব হিসেবে চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ করেছেন ফরিদা খানমকে। মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে বদলি করেছেন নরসিংদীতে।

এছাড়াও ১৫ই সেপ্টেম্বর আরও তিন জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়। জেলা গুলো যথাক্রমে কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ। তাদেরকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। ২৫ই আগষ্ট নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিন জেলার ডিসি কে অন্য তিন জেলায় বদলি করা হয়েছে। তিন জেলার উপসচিব কে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে আরও পরিবর্তন আসতে পারে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এই পদে আরও রদবদল হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর