সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দুই বিভাগে ভারী বর্ষণ হওয়ার শঙ্কা করছে সংস্থাটি। রবিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া আগাম ধারণায় এ তথ্য জানানো হয়।

এখানে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম এই ২ বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, রংপুর , ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

আগামীকাল সোমবার সকাল ৯টা হতে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম,খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ,ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট,রাজশাহী ও রংপুর বিভাগের ২/১ জায়গায় সাময়িক দমকা

হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হওয়ার আশংকা। সারা দেশে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

মঙ্গলবার ,বুধবার এবং বৃহস্পতিবারও আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে,আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর