দেশে ফিরে কী বললেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার হতে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার ভোরবেলা তুরস্কের রাজধানী ইস্তাম্বুল হতে ঢাকায় পৌঁছান তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার সবচেয়ে অপমানবোধ হয়েছে তখন, যখন বাংলাদেশি পাসপোর্ট দেখামাত্র ইসরাইলি সেনারা ক্ষিপ্ত হয়ে তা মাটিতে ছুড়ে ফেলে দেয়। এ ধরণের অপমানের বিচার আদায় করতেই হবে।
গত বুধবার গাজাগামী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ দখল করে নেয় ইসরাইলি সেনাবাহিনী। ওই বহরের মাঝে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলমসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা। ইসরাইলি সেনারা তাদের আটক করে ও কারাগারে নিয়ে যায়।
শহিদুল আলম বলেন, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরাইলি সেনারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে ও সেটি মাটিতে ছুড়ে ফেলে। এটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। একটি দেশের পাসপোর্ট এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ন্যায়বিচার যেভাবেই হোক আমাদের আদায় করতেই হবে।
বাংলাদেশের সকল মানুষের দোয়া ও ভালোবাসা তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ সরকার, তুরস্ক সরকার ও যারা মুক্তির জন্য চেষ্টা করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান শহিদুল আলম।
স্বাধীনতার বার্তা / মেবি
