এবার একসাথে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করল বাবা ও মেয়ে।
নাটোরের লালপুরে একই পরিবারের বাবা ও মেয়ে দুজনই এবার এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে , যা সবাইকে অবাক করিয়াছে। এবং এর আগেও তারা একই সাথে এসএসসিপরিক্ষা দিয়েছে পাস করেছে।
বাবা আব্দুল হান্নান তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। আর মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন আব্দুল হান্নান। এর পর ২০২৩ তিনি কাউকে না জানিয়ে ভর্তি হন হাই স্কুলেনিজের মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন। তার পরিবারে এক ছেলে দুই মেয়ে। তিনি জানান, তার মেয়ের সাথে মাস্টার্স শেষ করার ইচ্ছা।
