ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের
গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ। এর মধ্যে ৫ জন্য মৃত্যু বরণ করেছন। পাশাপাশি আরো ৬২২ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।
বুধবার (১৭ ই সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অপারেশন সেন্টার থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মারা যাওয়া ৫ জন মানুষের মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৬ ই সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যথাক্রমে ঢাকা মহানগরীতে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্রগ্রাম বিভাগে ৯৮জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন ও রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছে।