ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৩৫ জন এবং এই সময়ে মারা গিয়েছেন আরও ৩ জন। চলতি বছরের এই সময়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৫ জনের এবং ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।
২৪ সেপ্টেম্বর, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গিয়েছেন ৭৩ জন। সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪০৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৮৩২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরে জানুয়ারিতে ১ হাজার ৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, জুনে ৫ হাজার ৯৯১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন।