সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৯৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম হতে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজনের মাঝে একজন হলো পুরুষ ও অপরজন একজন নারী।

গতকাল বুধবার সকাল ৮টা হতে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন ও রাজশাহী বিভাগে ১৫ জনের মতো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৪৮ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর