সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

নতুন বাংলাদেশ দিবস সহ তিনটি দিবস ঘিরে বিভিন্ন মহলে আপত্তি ওঠায় সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে।

গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ ৫ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করে। তবে ৮ আগস্টের দিন নির্ধারণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আপত্তি তোলেন।

এনসিপির দক্ষিণ ও উত্তরাঞ্চলের নেতারা দাবি করেন, নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল ৫ আগস্ট, ৮ আগস্ট নয়। তারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান।

পরিস্থিতি বিবেচনায় শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দিবসবিষয়ক সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে।

সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আলোচনার ভিত্তিতে এমন ইঙ্গিতই মিলছে সরকারি সূত্রে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর