ফাইনালে পদ্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন তিস্তা
উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর আন্তহাউজ ফুটবল প্রতিযোগিতা ( কলেজ শাখা ) এর ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে । উক্ত খেলায় পদ্মা হাউজ ও তিস্তা হাউস মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় টিম ভালো খেললেও কোন গোল করতে পারে না, ফলে রেফারির সিদ্ধান্তে আরো ২০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হয়। এতে যোগ করা সময় এর দ্বিতীয় ভাগের মাঝামাঝি সময়ে তিস্তা হাউসের প্লেয়ার শান্ত অসাধারণ একটি গোল করে দলকে এগিয়ে নেয়। তিস্তা হাউজ এর প্রতিনিধিত্ব করেন নিবির। এছাড়াও দলে আরো অনেক প্রতিভাবান প্লেয়ার ছিলো
