চুয়াডাঙ্গার সীমান্তে ১৪ জন ভারতীয়কে পুশ ইন করে বিএসএফ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয়কে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (২৬ ডিসেম্বর) বিকেল বেলা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়েছে। এরপরে তারা দর্শনা বাজারে অবস্থান নিয়েছে। পুশইন হয়ে আসা ১৪ জনের মাঝে রয়েছে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২টি শিশু।
বিজিবি জানিয়েছে, পুশইন হওয়া সকলেই অবাঙালি মুসলিম। তারা সকলে নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দেয়। পুশইন হয়ে আসা একজন জানিয়েছে, দুপুর বেলা খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে। ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন তারা। ওই ১৪ জনের পরিচয় যাচাই করার জন্য কাজ করছে বিজিবি। যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
স্বাধীনতার বার্তা / মেবি
