সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

শনিবার (১৬ আগস্ট) ভোর বেলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর গ্রামে মরহুম বিএনপি নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে হামলা করে দুষ্কৃতকারীরা। লুটপাট শেষে তারা সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যানন্দপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানদের কেউ থাকেন বরিশাল নগরীতে, কেউ থাকেন প্রবাসে। গ্রামের বাড়িটি সবসময়ই তালাবদ্ধ থাকে। বছরে দু'একবার গ্রামে আসে তারা। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। সবশেষে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি পুরোপুরি পুড়ে যায়।

এটিএম মতিউরের ছেলে হারুনুর রশিদ অভিযোগে জানান, ‘গ্রামের কিছু লোকের সঙ্গে তাদের জমিজমাসংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জেরেই এ হামলা ও অগ্নিকান্ড ঘটানো হয়েছে।’

কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, 'ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর