স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবি
ঝালকাঠির নলছিটিতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট হতে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। উপজেলার অন্তত দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা এই হাসপাতালটিতে নানা সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা। চিকিৎসক সংকটসহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাঁচিয়ে তুলতে এঅবস্থান কর্মসূচি আরম্ভ করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।
জানা গেছে, হাসপাতালটিতে আনুমানিক এক যুগ হতে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও সেটি অচল পরে আছে। এছাড়াও চিকিৎসক সংকট, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা, ডিজিটাল এক্সরে চালুসহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। ডেঙ্গু, টাইফয়েডসহ সকল প্রকার টেস্ট চালু করার দাবিও রয়েছে। আরো দাবি রয়েছে যেমন সচল পানির ফিল্টার দেওয়া।
