সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য চার ধাপে আবেদন নেওয়া হয়। সাধারণত নীতিমালায় তিন ধাপের কথা থাকলেও এবার শিক্ষার্থীদের জন্য চার ধাপে আবেদন গ্রহণ করা হয়। তবে দুঃখজনকভাবে চার ধাপ শেষে এখনও ১৬৯ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি। তাদের মধ্যে ৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

২৪ সেপ্টেম্বর, বুধবার রাতে চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়। প্রথমে শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হয় এবং ২৫ সেপ্টেম্বর ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ১৬৯ জন শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হননি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে ৫ জন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর