সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর খিলগাঁও বনশ্রী তিতাস রোডে ছিনতাইকারীর গুলিতে নাফিজ আজিজ সিদ্দিক নামের এক যুবক আহত হয়েছে বলে জানা যায়।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, আহত ব্যক্তি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেছেন, ‘নাফিজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। রাতে হঠাৎ তার এক বসের আম্মা মারা যাওয়ায় সে বাসাবোতে গিয়েছিল। সেখান হতে তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিল নাফিজ। ফেরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ৩ জন তার পথ আটকায় ও তার ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, ২টি মোবাইল ও মানিব্যাগ জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তার বাম পায়ে গুলি করে আহত করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে সেখান হতে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভোররাত সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, ‘আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা আছে।’

উল্লেখ্য যে, আহত নাফিজ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় তার পরিবারের সাথে থাকেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর