খেলনা পিস্তল নিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
খেলনা পিস্তল নিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই যুবকের উপর। ইতিমধ্যে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে পাওয়া যায় একটি খেলনার পিস্তল, ২টি লোহার পাইপ ও তাদের ব্যবহৃত ফোন।
গত শনিবার (১৩ই সেপ্টেম্বর) আনুমানিক সন্ধা সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর থানাধীন গজারিয়া পাড়ার কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই যুবকের পরিচয় গাজীপুর থানার নয়নপুর গ্রামে কাঞ্চন মীরের ছেলে মোহাম্মদ শাকিল(২১) ও ভোলা জেলার সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব সৈকত(২৩)।
পুলিশ জানায়, শনিবার সন্ধা ৭টার দিকে গাজীপুরের গজারিয়া পাড়ার কবির মার্কেটের পাশে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি করছিলো। এমন অবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশ কে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক তাদের গ্রেফতার করেন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে খেলনা পিস্তল ছাড়াও এপিবিএন পুলিশের আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।