সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটাকে চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই পূর্বে ভোট দিয়ে যেত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান তিনি।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ মিনিট হতে ১২:৩০ মিনিট ইলেকট্রনিক মিডিয়া ও দুপুর আড়াইটা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ইসির সংলাপ শুরু হয়।

এর প্রেক্ষিতে আগামীকাল ৭ই অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বসার কথা আছে৷ এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সাথেও বসবে ইসি।

এর পূর্বে, গত ২৮এ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। সেদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবি ও শিক্ষাবিদদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর