ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কী বললেন আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকায় আজ (১২ অক্টোবর) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়। দিনের প্রথমার্ধে হালকা কিংবা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিন্ত দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তন আসবে না।
রবিবার সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র হতে প্রকাশিত ৭টা হতে পরবর্তী ৬ ঘণ্টার উদ্দেশ্যে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক হতে ঘণ্টায় ১০ হতে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টার দিকে ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় প্রায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে।
স্বাধীনতার বার্তা / মেবি
