ব্রাহ্মণবাড়িয়া বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে এ কৃষক নিহত হয়
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ-বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে এ কৃষক নিহত হয়। নিহত ব্যক্তির নাম আমির আলী (৪০)।
২৪ই সেপ্টেম্বর বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলায় দাঁতমন্ডল গ্রামে এই ঘটনা ঘটে। দাঁত মন্ডল গ্রামের মোহাম্মদ রফিজ আলীর ছেলে আমীর আলী। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে শাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে সুজন ও শাকিলের সাথে ঝগড়া বাগবিতণ্ডা তৈরি হয়।পরবর্তীতে সুজনকে মারধর করা হয়। এই ঘটনার পর ঢাকা থেকে দুজন নিজ বাড়ি নাসিরনগরে আসে।বাড়িতে এসে সামাজিকভাবে বুধবার বৈঠক শালিশ হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এই সময় আমির আলী আহত হয়। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ায় পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।