সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

চুয়াডাঙ্গা জীবননগর থেকে বদর উদ্দিন নামের ২৩ বছরের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। ১লা অক্টোবর বুধবার বেলা ১১ঃ০০ টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায়।

বেনিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বদর উদ্দিন। স্থানীয় এক কৃষক জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদর উদ্দীন কে ধরে নিয়ে যায়,তবে তার ভাগ তা জানা যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, সংবাদটি পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে বিজিবি ক্যাম্প কমান্ডার শারাফাত আলী সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, অসমর্থিত সূত্রে জেনেছি, বাংলাদেশী এক যুবককে ধরে নিয়ে গেছে। আমরা ইতিমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর