সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বাংলাদেশের একটি বন্দরের নজর দিয়েছেন এবার যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলের চীনের উপস্থিতির জন্যই এই উদ্যোগ নিয়েছেন ওয়াশিংটন।

শনিবার দি ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ কর্মকর্তার কাছে এ সকল বিষয়ে কিছু জানতে চাইলে তা অস্বীকার জানায়।

‘ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বেঙ্গল প্রেজেন্স’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই সপ্তাহে এক প্রাথমিক বৈঠকে বাংলাদেশ বন্দর খ্যাত একটি বন্দর কে নিয়ে। এই বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমস কে জানিয়েছেন, এই প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, মার্কিন সেনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে কাজ করছে। এই পদক্ষেপ কোয়ার্ড পোর্টস উদ্যোগের অংশ কিন্তু এখন পর্যন্ত ভারতে এর কোন ভূমিকা নেই।

অন্যদিকে ভারত এখন দেশে একটি বন্দর নির্মাণের জন্য পার্টনারশিপ মডেল নিয়ে চিন্তা করছে। জাপান বাংলাদেশের মাতারবাড়িতে সমুদ্র বন্দর নির্মাণ করছে। জাপানের লক্ষ্য হলো বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট ও শিল্প কেন্দ্র গড়ে তোলা। যেখানে বড় জাহাজ ডক করতে পারবে এজন্য খরচ ও যাতায়াত সময় কমবে। ফলে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বৃদ্ধি পাবে।

শেখ হাসিনা সরকার আমলে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল। এর আগে ২০১৮ সালের বাংলাদেশ ভারতকে ট্রানজিট পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দরের প্রবেশাধিকার অধিকার দিয়েছিল।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর