চুরি হওয়া বাইক ও ২৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
চুরি হওয়া বাইক ও ২৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
রাজধানীর বনানীতে একটি বাসায় ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং চুরিকৃত টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. কাউসার আহমেদ(২২)। শুক্রবার ১২ই সেপ্টেম্বর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে গ্রেফতার করে পুলিশ। এসময় কাউসারের কাছে নগদ টাকাসহ মোটরসাইকেল ও ২টি ফোন জব্দ করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসকল তথ্য জানান।
তিনি বলেন,ভিকটিম শোভন ইসলাম একজন ব্যবসায়ী। তিনি বনানীর রোড নং ১৮, হাউজ নং ৩৮/বি তে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখে পুরো ঘর এলোমেলো হয়ে আছে। এ অবস্থায় তাৎক্ষণিক ১১ই সেপ্টেম্বর বনানী থানায় একটি মামলা করেন শোভন ইসলাম। মামলা তদন্তকালে প্রযুক্তির সৎ ব্যবহারের মাধ্যমে আসামি অবস্থান সনাক্ত করেন পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে মো. কাউসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।