লালমনিরহাটে বদ্ধ ঘরে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার
লালমনিরহাটে হাতীবান্ধায় স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গোতামারী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) এবং তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।
গত সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং তার স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া করেন। বিষয়টি জানতে পারার পর অলি তার মায়ের সঙ্গে ঝগড়া করে। পরে শরিফা বেগম অলি সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন।
যখন খবরটি তাদের কাছে পৌঁছে, অলি ও তার স্ত্রী সকাল থেকে সন্ধা পর্যন্ত দরজা-জানালা বন্ধ করে রাখেন। পরবর্তীতে দরজা খুলে দেখা যায়, একই রশিতে ঝুলে আছে দুজনের মরদেহ জুলে আছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক লাশ উদ্ধার করে।
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মোনা বলেন, পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করেছে।
হাতীবান্ধা থানা ওসি মাহমুদ জানান, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে দেখা গেছে, তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।