বিএনপির তারুণ্য সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র
রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার দুপুরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির তিন অঙ্গ সংগঠনের ডাকা সমাবেশে অংশ নিতে লাখো নেতা-কর্মীর জমায়েত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় দুপুর ২টার দিকে।
সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় ঢল নামে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের। নানা রঙের টুপি, টি–শার্ট ও ব্যানারে সজ্জিত হয়ে তাঁরা মিছিল নিয়ে একে একে সমাবেশস্থলে পৌঁছান। সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে।
যান চলাচল বন্ধ, সৃষ্টি হয়েছে যানজট
সমাবেশস্থলের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কগুলোতেও দেখা দিয়েছে যানজট। মিছিল ও জমায়েতের কারণে নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
১৫ লাখ তরুণের জমায়েতের প্রত্যাশা
আয়োজকদের ভাষ্যমতে, আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন। গৌরীপুর উপজেলার ছাত্রদল নেতা অলিউল্লাহ জানান,আমরা পাঁচ শতাধিক নেতা-কর্মী গতকাল রাতেই ট্রেনে করে ঢাকায় এসেছি। আজকের সমাবেশ থেকে পাওয়া বার্তা আমরা তৃণমূলে পৌঁছে দেব। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চ্যুয়ালি তরুণদের উদ্দেশে দেওয়া তাঁর বক্তব্যে তিনি দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।
এই সমাবেশ বিএনপির ঘোষিত মে মাসব্যাপী কর্মসূচির অংশ। তরুণদের উদ্দেশে পরিকল্পিত এ কর্মসূচির মধ্যে রয়েছে আটটি সেমিনার ও সমাবেশ। চট্টগ্রাম,খুলনা ও বগুড়ায় ইতোমধ্যে কর্মসূচি শেষ হয়েছে। ঢাকায় আজকের সমাবেশের মাধ্যমে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের ভাষ্য মতে,এই কর্মসূচি শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়,এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।