রাতভর বৃষ্টিতে ঢাকার সড়ক পানির নিচে
রাজধানী ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই মেঘলা। গতকাল রোববার রাতে বৃষ্টি হয়েছে মুষলধারে,বৃষ্টি এখনো হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর কোনো কোনো স্থানে সাময়িক জলজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। টানা হবে না। আবার একপর্যায়ে কমে যাওয়ারও সম্ভাবনা আছে।
গতকাল প্রায় সারা রাত রাজধানীতে বৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাতের টানা বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকার সড়কে পানি জমে গেছে,এতে এলাকাবাসীর ভোগান্তি।
গতকাল রাতেই অনেক বৃষ্টি হয়ে গেছে। তাই আজ বৃষ্টি কিছুটা কম হতে পারে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে।