সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ঢাকা ● ১৯ মে ২০২৫, সোমবার

উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে গেলেও উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে পারার কৃতিত্বে সম্মাননা পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু। তাঁদের সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে আজ সোমবার তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

যারা সম্মাননা পেয়েছেন:

  • ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ

  • ফার্স্ট অফিসার জায়েদ তাজিম

  • কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শুক্রবার (১৬ মে) দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইট। উড়োজাহাজটি ছিল ড্যাশ ৮-৪০০ মডেলের। উড্ডয়নের পরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।

বিপজ্জনক এ পরিস্থিতির মধ্যেও পাইলট ও কেবিন ক্রুরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটিকে সফলভাবে অবতরণ করাতে সক্ষম হন। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন, যারা সবাই নিরাপদে ছিলেন।

সম্মাননা প্রদানের সময় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁদের সাহসিকতা ও দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন,

“এটি নিঃসন্দেহে এক প্রশংসনীয় দৃষ্টান্ত। বিপদের মুখে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনার ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেন সবাই আরও সতর্ক ও সচেতন থাকেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর