সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বুধবার (১ অক্টোবর) তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তুরস্কের উদ্দেশ্যে রওনা করেন।তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এই সফরে অংশ নিচ্ছেন তিনি। আগামী ৫এ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এই সফর।

সফরকালে বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব ও উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন।

আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে বলে জানানো হয়।

এছাড়াও, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালীন সময়ে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিসসহ তুরস্কের নানা সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানান।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর