গত ৮ মাসে সড়কে প্রাণ গেছে ৩ হাজার ৭৪১ জন, মোটরসাইকেলে এক তৃতীয়াংশ
গত ৮ মাসে সড়কে প্রাণ গেছে ৩ হাজার ৭৪১ জন, মোটরসাইকেলে এক তৃতীয়াংশ
চলতি বছরের গত আট মাসে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হাড়িয়েছে ১ হাজার ২০২ জন। যা কিনা ৩২ শতাংশেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন মাসিক দূর্ঘটনার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
বিআরটির তথ্য অনুযায়ী জানা যায়, গত আট মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগষ্ট মাস পর্যন্ত এ সময়ে ৩হাজার ৯৪৩ টি সড়ক দূর্ঘটনার হয়েছে। এই দূর্ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছে ৪ হাজার ৫৯৮ জন। আর গত বছর ৫ হাজার ৩৮০ জন মানুষ সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছিল।
দেশে গত কয়েক বছরে মোটরসাইকেলের দূর্ঘটনা বৃদ্ধি প্রবণতা দিন দিন বেশি দেখা যাচ্ছে। এজন্য মোটর সাইকেলের সংখ্যা বৃদ্ধিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) পরিচালক অধ্যাপক ড. শামসুল হক গণমাধ্যম বলেন, সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে মোটরসাইকেল। পৃথিবীর বিভিন্ন দেশে মোটর সাইকেলের পরিমান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদেরও সেই পথে অগ্রসর হওয়া উচিৎ বলে জানান তিনি।