সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ঢাকা, জুন ২০২৫: ২০২৭ সাল থেকে দেশের মাধ্যমিক পর্যায়ে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার প্রথম ধাপে ওই বছর ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে এবং পরবর্তী সময়ে তা ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিস্তৃত করা হবে

আজ বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলামশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা যদি নতুন স্বপ্ন দেখি, নতুন পরিকল্পনা করি, তাহলে সেখানে প্রযুক্তি, অন্তর্ভুক্তি, দায়, ইনসাফের মতো বিষয়গুলো বিবেচনায় নিতে হবে সেজন্য জাতীয় পর্যায়ে আলোচনা ঐকমত্য গঠনের প্রয়োজন রয়েছে

তিনি আরও জানান, ২০১২ সালের শিক্ষাক্রম বিশেষ পরিস্থিতিতে পুনর্বহাল করা হলেও আগামী বছরও সেটিই বহাল থাকবে তবে তাঁর দায়িত্বকালেই নতুন শিক্ষাক্রমের ভিত্তি তৈরি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেনমাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের বলেন, একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করাটা বাস্তবসম্মত নয় তাই আমরা ধাপে ধাপে অগ্রসর হব ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণি দিয়ে শুরু করব

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বর্তমানে পাঠ্যবই পরিমার্জনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছেসংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলির কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু হবে পরবর্তীতে বিদ্যালয় পর্যায়েও তা চালু করা হবে ছাড়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর কল্যাণসুবিধার জন্য সরকার হাজার কোটি টাকার বন্ড এবং ২০০ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর