সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

শনিবার, ২৫ অক্টোবর | সকাল ৭টা – দুপুর ১২টা)

প্রিয় বালুচরবাসী,

আপনাদের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও মজবুত ও নিরাপদ করতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) রক্ষণাবেক্ষণ কাজ হাতে নিয়েছে। আপনার সেবাকে নিরবচ্ছিন্ন করাই আমাদের লক্ষ্য!

এই অত্যাবশ্যকীয় কাজের জন্য, বালুচর ফিডার লাইনে শনিবার, ২৫ অক্টোবর, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

🏡 প্রভাবিত এলাকাসমূহ (১১ কেভি বালুচর ফিডার):

বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ।

নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ।

বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং সংলগ্ন এলাকা।

🙏 আমাদের বিনীত অনুরোধ: আপনাদের এই সাময়িক কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে, দ্রুততম সময়ে বিদ্যুৎ ফিরিয়ে আনা হবে। অনুগ্রহ করে এই সময়কালে বিদ্যুৎ লাইন বন্ধ হিসেবে ধরে নিন এবং নিরাপত্তা বজায় রাখুন।

আপনার সহযোগিতা আমাদের উন্নত সেবার ভিত্তি।

কর্তৃপক্ষ: মো. আবদুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী, সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর