সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বার্সেলোনা, স্পেন: আটবারের ব্যালন ডি'অর বিজয়ী লিওনেল মেসি আজ বিশ্বের যে প্রান্তেই খেলুন না কেন—তার আত্মা বাঁধা আছে ক্যাম্প ন্যুয়ের সবুজ ঘাসে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইতিহাসের শ্রেষ্ঠ এই ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে খেললেও, সাম্প্রতিক এক ঘটনায় বার্সেলোনার প্রতি তার আবেগ আবারও নতুন করে উথলে উঠেছে।২০২৩ সালের মাঝামাঝি মেসি ইউরোপ ছাড়লেও, ২০২১ সালে ক্লাব ছাড়ার পরিস্থিতি ছিল তার জীবনের অন্যতম বেদনাদায়ক মুহূর্ত। লা লিগার কঠোর বেতনসীমা এবং ক্লাবের আর্থিক সঙ্কটের কাছে হার মেনে মেসিকে প্রিয় ক্লাবকে বিদায় জানাতে হয়েছিল। সেই বেদনা এখনো তাজা।"আমি এক অদ্ভুত অনুভূতি নিয়ে বার্সেলোনা ছেড়েছিলাম। মহামারি চলাকালীন দর্শকহীন মাঠে প্রায় পুরো জীবন কাটানো ক্লাবকে সেইভাবে বিদায় জানানো ছিল অবিশ্বাস্য।"মেসি ও বার্সেলোনার সম্পর্ক কেবল খেলোয়াড় ও ক্লাবের নয়, এটি এক অমর ভালোবাসার গল্প। ফুটবলপ্রেমীরা এখন সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়, যখন লিওনেল মেসি স্থায়ীভাবে তার হৃদয়ের ঠিকানা—ক্যাম্প ন্যুয়ে—ফিরে আসবেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর