ইলিশ কেজিতে বাড়লো ৫০০ টাকা
রাজধানীর বাজারে পুনরায় ইলিশের আকাল দেখা দিচ্ছে। এতে বাজারে সরবরাহ কমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইলিশ। গত কয়েক বছরের তুলনায় । এবার বাজারে সরবরাহ কম, চলতি সপ্তাহে তা আরও কমে এসেছে। এতে মূল্য বেড়েছে কেজিতে প্রায় ৫০০ হতে ৭০০ টাকা পর্যন্ত।ব্যবসায়ীরা বলছেন, ইলিশের বংশবিস্তার রক্ষায় আগামীকাল শুক্রবার রাত ১২টা হতে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হচ্ছে। ঠিক তার পূর্ব মুহূর্তে বাজারে ইলিশ সরবরাহ কমে গেছে। সে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার জন্য চাহিদা বেড়ে যাওয়ায় চড়া দামে বিক্রি করা হচ্ছে ইলিশ।
গতকাল বুধবার কারওয়ান বাজারের একজন মাছ ব্যবসায়ী বলেন, সরবরাহ কমে যাওয়ার কারণে চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় অধিক দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ হতে ৯০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজার ২০০ হতে শুরু করে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে অন্তত ৫০০ টাকা কমে বিক্রি হয়েছে।
কেরানীগঞ্জ হতে নয়াবাজারে আসা এক ক্রেতা বলেন, দুদিন পরই ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা আসবে তাই আজকে ইলিশ কিনতে এসে দেখি দাম অনেক চড়া।
ইলিশ মাছ জেলেদের হাত হতে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে প্রায় কয়েকবার হাতবদল হয়। যার কারণে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে গত সোমবার সচিবালয়ে দেয়া এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাজারে ইলিশের দাম চড়া ও তা কমানোর বিষয়ে সুখবর দিতে ব্যর্থ হওয়ায় দুঃখপ্রকাশ করছি। মৎস্য উপদেষ্টা আরও বলেন, গত জুনের মাঝামাঝি সময়ে জাটকা ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরবর্তী সময়ে বাজারে ইলিশের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হলেও জুলাই ও আগস্ট মাসে ইলিশ আহরণ ২০২৪ সালের তুলনায় অন্তত ৩৩ দশমিক ২০ এবং ৪৭ দশমিক ৩১ শতাংশ কম হয়েছে।