সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় রোববার রাত ১০টার দিকে মহাসড়কে একাধিক বাসের সংঘর্ষে অন্তত কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কারণে বলাকা পরিবহনের বরিশালগামী বাস ও ঢাকাগামী এসপি গ্রিন লাইনের বাসের মধ্যে সংঘর্ষ হয়। মুহূর্তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে—পেছন থেকে স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস বলাকা বাসে ধাক্কা দেয় এবং সাকুরা পরিবহনের আরেকটি বাস এসপি গ্রিন লাইনকে আঘাত করে।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত সব যানবাহন জব্দ করা হয়েছে।


ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা ও অন্যান্য যাত্রীরা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর