সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইতালির পথে স্বপ্নভঙ্গ, ভিডিও কলে স্ত্রীকে রেখে নাট্যকর্মীর শেষ বিদায়: আর্থিক হতাশার বলি এক জীবন

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী: প্রবাসে যাওয়ার স্বপ্ন, ত্রিশ লাখ টাকার ঋণের বোঝা এবং স্ত্রীর ভবিষ্যতের দুশ্চিন্তা—জীবনের এই কঠিন মঞ্চে দাঁড়িয়ে পরাজয় মেনে নিলেন এক নাট্যকর্মী। ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে যুক্ত রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন শামীম আকতার (৪০)।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে ঘটেছে এই করুণ ঘটনা। স্থানীয় নাট্যমঞ্চের পরিচিত মুখ শামীম আকতার ছিলেন ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে।

মৃত্যুর শেষ মুহূর্তের সাক্ষী হলেন স্ত্রী: মৃতের ভাই জাপান জানান, শামীমের ইতালিপ্রবাসী স্ত্রী মুক্তা আক্তারই প্রথম পরিবারকে এই মর্মান্তিক খবরটি দেন। ভিডিও কলে কথা বলার সময়ই শামীম ঘরের ভেতর গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন। খবর পেয়ে ভাই জাপান দ্রুত ছুটে এলেও ঘরের দরজা ও জানালার গ্রিল ভেতর থেকে বন্ধ থাকায় মুহূর্তের মধ্যে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। অবশেষে দরজা ভেঙে শামীমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু প্রিয়জনদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ততক্ষণে তিনি পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে।

ত্রিশ লাখের ফাঁদ এবং নিদারুণ চাপ: পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে উন্নত জীবনের প্রত্যাশায় শামীম ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যাওয়ার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ করেন। কিন্তু ভিসা জটিলতার কারণে মুক্তা ইতালিতে পৌঁছালেও শামীমের বিদেশযাত্রা আটকে যায়।

অন্যদিকে, ইতালিতে মুক্তা আক্তার এখনো কোনো কাজ জোগাড় করতে পারেননি। ফলে স্ত্রীর ভরণপোষণ বাবদ শামীমকে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হচ্ছিল। বিদেশ যাওয়ার বিপুল ঋণের কিস্তি এবং মাসিক এই বিশাল অঙ্কের টাকার জোগান দিতে গিয়ে নাট্যকর্মী শামীম আকতার চরম মানসিক ও আর্থিক সংকটে পড়েন। স্বজনদের ধারণা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা এবং জীবনধারণের অসহনীয় চাপই তাঁকে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক ও আর্থিক দুশ্চিন্তার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর